কোভিড কাঁটা দূরে সরিয়ে ফের অফলাইনে পরীক্ষায় বসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। তবে সংক্রমণের ভয়ে এই প্রথম হোম সেন্টারেই পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের। তবে এতে বাড়ছে নকলের ভয়। আর তাই এবার নকল ঠেকাতে কড়া পদক্ষেপের পথে হাঁটল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
1/5সংক্রমণ ঠেকাতে হোম সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক। আর তাই এবছর তিনগুণ বাড়ানো হল পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5২০২০ সালে শেষবার উচ্চ মাধ্যমিক হয়েছিল রাজ্যে। সেবারে ২০৩০টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এরপর করোনা আবহে ২০২১ সালে উচ্চ মাধ্যমিক হয়নি। আর এবার যেহেতু সব স্কুলে পরীক্ষা তাই মোট কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭২৭-এ। (PTI)
3/5উচ্চ মাধ্যমিকপ্রতিবারের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা কোনও ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী)
4/5যেদিন যেদিন পরীক্ষা থাকবে সেদিনগুলিতে রাজ্যের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে একশো মিটারের পর্যন্ত এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা। (ছবিটি প্রতীকী)
5/5পাশাপাশি এবার পরীক্ষায় প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই একাধিক সেটের প্রশ্নপত্র থাকছে। যাতে পাশের জনের দেখে টুকে পরীক্ষা না দেওয়া যায়, তাই এই ব্যবস্থা। (ছবিটি প্রতীকী)
0 $type={blogger}:
Post a Comment